রায়গঞ্জ

রায়গঞ্জে গোরা সরকারকেই প্রার্থী চায়,”বহিরাগত” প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ তৃণমূলে

বহিরাগত প্রার্থী মানছি না। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অরিন্দম সরকার ওরফে গোরাকেই প্রার্থী হিসেবে চাই। শুক্রবার সকাল থেকে এই দাবিতে ব্যাপক বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

 

Bengal Live রায়গঞ্জঃ আজই প্রার্থী ঘোষণা হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জ সহ ২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করার কথা দলনেত্রীর। কিন্তু তার আগেই রায়গঞ্জে শুরু হয়ে গেল তৃণমূল সমর্থকদের বিক্ষোভ। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই বিক্ষোভ তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে। দাবি একটাই, বহিরাগত প্রার্থী মানছি না। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অরিন্দম সরকারকেই প্রার্থী হিসেবে চাই।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জেলা কার্যালয় চত্বরে। বিক্ষোভকারীদের দাবি, রায়গঞ্জ পুরসভার উপ-পুরপতি অরিন্দম সরকারকেই তাঁরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে চান। বহিরাগত কোনও নেতাকে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অরিন্দম সরকারকে প্রার্থী করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

Related News

Back to top button