উত্তরবঙ্গে প্রথম, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চলবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ৷ বাড়তি বিদ্যুৎ অন্যত্র সরবারাহের ব্যবস্থাও থাকছে। খুশির হাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়া মহলে৷

সোশ্যাল মিডিয়ায় Couple Challenge নিয়েছেন? কী বিপদ লুকিয়ে রয়েছে জানেন?

Bengal Live রায়গঞ্জঃ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের মধ্যে প্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হলো সৌরবিদ্যুৎ প্রকল্প। বৃহস্পতিবার সোলার এনার্জি সিস্টেমের উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অন্যান্যরা৷ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সৌরবিদ্যুত প্রকল্পের থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চলবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত রকমের কাজ। চাহিদা মেটানোর পর বিদ্যুৎ দপ্তরকেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য।

বদলি হওয়া চিকিৎসককে আটকাতে তির-ধনুক নিয়ে সটান হাসপাতালে আদিবাসীরা

প্রায় একবছর আগে রাজ্য সরকার উত্তরবঙ্গে সর্বপ্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে সোলার প্রজেক্ট তৈরি করার জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারী ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমে আজ সেই সোলার এনার্জি সিস্টেম চালু হল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সোলার এনার্জি সিস্টেমের উদ্বোধন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিভাগ থেকে শুরু করে ল্যাবরেটরি, হোস্টেল সহ সর্বত্র বিদ্যুতের সরবরাহ হবে এই সোলার এনার্জি সিস্টেম থেকে। শুধু তাই নয়, এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানিও করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সোলার প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদ্যুতের খরচ মেটানোর পরও বাঁচবে বিদ্যুৎ। সেই বেঁচে যাওয়া এনার্জি রাজ্য বিদ্যুৎ বিলি বন্টন সংস্থার কাছে বিক্রিও করতে পারবে। ফলে লাভবান হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুর্বল করোনেশন ব্রিজের মেরামতির কাজ শুরু হচ্ছে শীঘ্রই

Exit mobile version