রায়গঞ্জে তৃণমূল প্রার্থী নিয়ে ক্ষোভ কি প্রশমিত ? কর্মীরা শুরু করলেন দেওয়াল লিখন

ক্ষোভ কি কিছুটা হলেও প্রশমিত হল ? দেওয়াল লিখনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে নামলেন কর্মীরা।

 

Bengal Live রায়গঞ্জঃ বিতর্কের মাঝেই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে শুরু হয়ে গেল দেওয়াল লিখন। শনিবার রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই বিক্ষোভ শুরু হয় রায়গঞ্জে। দলের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বহিরাগত কোনও প্রার্থী নয়, রায়গঞ্জে প্রার্থী করতে হবে অরিন্দম সরকারকেই। প্রার্থী ঘোষণার পর অসন্তোষের কথা জানান স্বয়ং অরিন্দম সরকারও। দলীয় নেতৃত্বের একাংশের মধ্যেও ক্ষোভ দেখা দেয় প্রার্থী নিয়ে। তবে এরই মাঝে দেওয়াল লিখন শুরু হয়ে যাওয়ায় তৃণমূল কর্মীদের ধারণা, ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়েছে।

উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সানকিং দাস বলেন, রায়গঞ্জ পুরসভার ১৮,২১,২২ সহ একাধিক ওয়ার্ডে কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে। গৌরী গ্রাম পঞ্চায়েত, বাহিন এলাকাতেও শুরু হয়েছে দেওয়াল লিখন।

Exit mobile version