পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আন্দোলন রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ পার্শ্বশিক্ষিকদের আন্দোলনে পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। রবিবার সকালে শহরের সুপার মার্কেট থেকে শুরু হয়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় মিছিলটি।
সংগঠনের রাজ্য সভাপতি অভিজিৎ মুখার্জী বলেন, পার্শ্বশিক্ষকদের মিছিলে আলো নিভিয়ে পুলিশ যেভাবে মারধর করেছে তাতে সরকারের স্বৈরাচারী মনোভাবই প্রকাশ পেয়েছে। এদিন এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে।
সম কাজে সম বেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবীতে উত্তর ২৪ পরগনার কল্যাণীতে আন্দোলনে নেমেছিলে পার্শ্বশিক্ষকরা। অভিযোগ সন্ধ্যায় আলো নিভিয়ে বেধরক লাঠিচার্জ করা হয় শিক্ষক শিক্ষিকাদের উপরে। রেয়াত করা হয়নি মহিলাদেরও। শিশু কোলে মহিলা শিক্ষিকাদেরও পেটানো হয়। রবিবার সেই ঘটনার প্রতিবাদেই রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করেন বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা।