মাস্ক ব্যবহার না করলে কড়া ব্যবস্থা নেবে রায়গঞ্জ পুলিশ
মাস্ক ব্যবহার না করলেই কড়া পদক্ষেপ গ্রহণ করবে রায়গঞ্জ জেলা পুলিশ। মানুষকে সচেতন করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে পুলিশ৷
Bengal Live রায়গঞ্জঃ মাস্ক ব্যবহার না করলে এবার থেকে কড়া ব্যবস্থা নেবে রায়গঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। পুলিশ সুপার বলেন, এতদিন সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার নিয়ে শুধু সচেতন করা হচ্ছিল। তবে এখন থেকে মাস্ক ব্যবহার না করলে কড়া অবস্থান নেওয়া হবে৷ প্রয়োজনে ফাইনও করা হতে পারে।
রোজই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে। ফলে রাজ্যের পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে উত্তর দিনাজপুর জেলাতেও। এদিকে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনগুলিতে এদিন থেকে ফের লকডাউন শুরু হয়েছে। এমন গুরুতর পরিস্থিতিতেও শহরের অনেক বাসিন্দার মধ্যেই এখনও মাস্ক ব্যবহারে অনিহা দেখা যাচ্ছে। সঠিক পদ্ধতি মেনে অনেককেই এখনও মাস্ক না ব্যবহার করতে দেখা গিয়েছে।
এবার এই বিষয়টি নিয়েই কড়া অবস্থান নিতে চলেছে রায়গঞ্জ জেলা পুলিশ৷ করণদিঘি, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও রায়গঞ্জ থানা এলাকায় এবার থেকে মাস্ক ব্যবহার না করলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, এতদিন মাস্ক ব্যবহার করা নিয়ে সবাইকে সচেতন করা হয়েছে। কিন্তু তবুও দেখা যাচ্ছে কিছু মানুষ এখনও মাস্ক ব্যবহার করছেন না। তাই এখন থেকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেবে পুলিশ৷ প্রয়োজনে ফাইনও করা হতে পারে।