যাত্রীবাহী বাসে তল্লাশি রায়গঞ্জ পুলিশের, উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রায়গঞ্জ পুলিশ। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ৷
Bengal Live রায়গঞ্জঃ লক্ষাধিক টাকার গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত গাঁজা পাচারকারী যুবক নয়ন দাসকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। এই পাচার কান্ডের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে শিলিগুড়ি-বালুরঘাটগামী নাইট সার্ভিসের একটি বেসরকারি বাসে তল্লাশি অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। বাসের কন্ডাকটর ও চালককে জিজ্ঞাসাবাদ করে বাসের এক যাত্রী নয়ন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ধৃত যুবক নয়ন দাস দক্ষিন দিনাজপুর জেলার হিলির বাসিন্দা। সে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সাথে যুক্ত। তার কাছ থেকে ২৩ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু গাঁজার সন্ধান মিলতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।