রায়গঞ্জ

চা বোঝাই ট্রাকে হানা, ৩০৮ কেজি গাঁজা উদ্ধার করল রায়গঞ্জ পুলিশ

মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। চা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০৮ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ।

 

Bengal Live রায়গঞ্জঃ মাদক উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। চা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হল ৩০৮ কিলো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ট্রাকের চালক ও খালাসী পলাতক। গাঁজা সহ চা বোঝাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

একদিন আগেই একটি বেসরকারি নাইট সার্ভিসের বাস থেকে ২৩ কিলো গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। আবারও শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি চা বোঝাই ট্রাক থেকে ৩০৮ কেজি গাঁজা উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।

যাত্রীবাহী বাসে তল্লাশি রায়গঞ্জ পুলিশের, উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই জেলায় মাদক পাচার সক্রিয় হয়ে উঠেছিল। সেজন্য রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে জোরদার নাকা চেকিং শুরু করা হয়েছে। আসাম থেকে কলকাতায় যাচ্ছিল চা বোঝাই লড়িটি। গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই চা বোঝাই লড়ির ভেতরে গাঁজা পাচার হচ্ছে। বারোদুয়ারি এলাকায় রায়গঞ্জ থানার পুলিশ ঘিরে ফেলে ট্রাকটিকে। পুলিশ গাড়ি ঘিরে ফেলার আগেই ট্রাক থেকে নেমে পালিয়ে যায় চালক ও খালাসী। চা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয় ৩০৮ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। গাঁজা সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Related News

Back to top button