বিশ্ব পরিবেশ দিবস পালন রায়গঞ্জ পুলিশ ও পুরসভার

বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি। জেলা পুলিশ সুপার চারা গাছ রোপন করে কর্মসূচির সূচনা করলেন। এদিকে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করেন পুরপতি।

Bengal Live রায়গঞ্জঃ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে এক হাজার চারশ চারাগাছ লাগানোর কর্মসূচি গ্রহন করল রায়গঞ্জ জেলা পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলা এলাকার প্রতিটি থানায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়। এদিন রায়গঞ্জ থানা চত্বরে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, উপ পুরপতি অরিন্দম সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। রায়গঞ্জ থানা চত্বরে নিজে হাতে চারাগাছ রোপণ করেন পুলিশ সুপার সুমিত কুমার।

এদিকে বৃক্ষরোপণ ও সমাজবন্ধুদের খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালন করল রায়গঞ্জ পুরসভা। পুরসভা প্রাঙ্গনে পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, উপপুরপতি অরিন্দম সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন, বরুন ব্যানার্জী সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও পুর কর্মচারীগন। পুরসভার বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন বিভাগের আধিকারিকেরাও।
পুরসভায় কর্মরত সমাজবন্ধু কর্মী হাতে এদিন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Exit mobile version