রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বাম প্রার্থীর দলবদল রায়গঞ্জে

বাম প্রার্থীর দলবদল। নির্বাচনের কয়েক ঘন্টা আগে বাম ছেড়ে রামে পঞ্চায়েত প্রার্থী।

Bengal Live রায়গঞ্জ: হাতে মাত্র কয়েকঘন্টা। রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। আর তার ঠিক আগেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েত এলাকায় বামেদের ছন্দপতন। বাম শিবিরে চিন্তার ভাজ ফেলে বামফ্রন্ট মনোনীত গ্রাম পঞ্চায়েত প্রার্থী যোগ দিলেন বিজেপিতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের কুমারডাঙি এলাকায়।

শুক্রবার বিকেলে হঠাৎই ঘটে ছন্দপতন। বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডাঙি গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রঞ্জনা বর্মণ যোগ দিলেন পদ্মশিবিরে৷ নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

কেন এই দলবদল? উত্তরে রঞ্জনা বর্মণ বলেন, প্রথমে অনেকে সাথে ছিল। সমর্থন জানাচ্ছিলেন অনেকে। পরে দেখছি আর কেউ নেই পাশে। তাই বিজেপিতে যোগ দান করার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় ব্রহ্মচারী বলেন, ক্ষয়িষ্ণু সিপিএম ভুল বুঝিয়ে রঞ্জনা বর্মনকে প্রার্থী করেছিল। তিনি ভুল বুঝতে পেরে বিজেপিতে যোগ দিলেন।

Exit mobile version