রায়গঞ্জ

কুলিক লাগোয়া শিয়ালমনী জঙ্গলে সৌন্দার্যায়নের উদ্যোগ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির

পর্যটকদের মন কাড়তে ইতিমধ্যেই নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে কুলিক পক্ষীনিবাস। এবার কুলিক বন লাগোয়া শিয়ালমনী জঙ্গলকেও সাজিয়ে তোলার উদ্যোগ নিল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি।

Bengal Live রায়গঞ্জঃ কুলিক পক্ষীনিবাস সংলগ্ন শিয়ালমোনী জঙ্গলকে সাজিয়ে তোলার উদ্যোগ নিল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। যাতায়াতের রাস্তা, শৌচালয়, নদীর পারে মনোরম পরিবেশে পর্যটকদের বসার জায়গা, পানীয় জলের বন্দবস্ত সহ সৌন্দার্যায়নের পরিকল্পনা গ্রহণ করেছে পঞ্চায়েত সমিতি। এই নিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কাছে লিখিত পরিকল্পনা জমা দিয়েছে পঞ্চায়েত সমিতি।

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি থেকে এই পরিকল্পনার কথা জানার পর শনিবার বন বিভাগ, ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা শিয়ালমনী জঙ্গল পরিদর্শনে যান। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ বিভাগীয় বন আধিকারিক সোমনাথ সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা শিয়ালমনী জঙ্গল ঘুরে দেখেন।

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ বলেন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিয়ালমনী জঙ্গলে সৌন্দার্যায়নের কাজ ছাড়াও পর্যটকদের জন্য পানীয় জল, শৌচালয়, বসার জায়গা ইত্যাদি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদের কাছে বিষয়টি জানানোর পর এদিন কর্মকর্তারা জঙ্গল পরিদর্শন করেন। ডিপিআর তৈরি করে জেলা পরিষদের মাধ্যমে পর্যটন বিভাগের দ্বারস্থ হবো।

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে বলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিয়ালমনী জঙ্গলে সৌন্দার্যায়নের জন্য একটি আবেদন করা হয়েছিল। এই দিন বন বিভাগ, ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। ডিপিআর তৈরি করার পর পর্যটন বিভাগের কাছে প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ চাওয়া হবে।

Related News

Back to top button