বাড়ি বাড়ি থার্মাল স্ক্রিনিং রায়গঞ্জ পুর এলাকায়
বাড়ি বাড়ি থার্মাল স্ক্রিনিং শুরু হলো রায়গঞ্জ পুর এলাকায়। ২৭টি ওয়ার্ড জুড়েই এই থার্মাল স্ক্রিনিং চলবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। বাজারঘাট, রাস্তা, পাড়া সকল এলাকাতেই পুরসভার স্বাস্থ্য কর্মীরা থার্মাল গান স্ক্যানার মেশিনের মাধ্যমে বাসিন্দাদের জ্বর মাপবেন।
Bengal Live রায়গঞ্জঃ বাড়ি বাড়ি থার্মাল স্ক্রিনিং শুরু হলো রায়গঞ্জ পুর এলাকায়। ২৭টি ওয়ার্ড জুড়েই এই থার্মাল স্ক্রিনিং চলবে বলে পুরসভা সূত্রে জানা গেছে৷ বাজারঘাট, রাস্তা, পাড়া সকল এলাকাতেই পুরসভার স্বাস্থ্য কর্মীরা থার্মাল গান স্ক্যানার মেশিনের মাধ্যমে বাসিন্দাদের জ্বর মাপবেন। কারোর জ্বর ধরা পড়লে তাঁর নাম, ফোন নম্বর নথিভুক্ত করার পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিভার ক্লিনিকে নিয়ে যাওয়া হবে৷ চিকিৎসকের পরামর্শ মতন ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রিন জোনে থাকায় তৃতীয় দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই রায়গঞ্জের রাস্তায় মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বেশিরভাগ দোকান খুলে যাওয়ার কারণে ভিড় বাড়ছিল। এমন পরিস্থিতিতে রায়গঞ্জ গ্রিন জোন থেকে অরেঞ্জ অথবা রেড জোনে চলে না যায় এমন আশঙ্কা করছিলেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার পথে নামেন রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ স্ট্যান্ড alone দোকান গুলি ছাড়া বাকি সব দোকান বন্ধ করে দেওয়ার আর্জি জানান তাঁরা৷ বিষয়টিকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন মার্চেন্ট এসোসিয়েশন।
পরিস্থিতি সামাল দিতে তৎপর রায়গঞ্জ পুরসভাও। শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়তে থাকায় কোনওরকম যেন সংক্রমন না ছড়িয়ে পড়ে তারজন্য থার্মাল স্ক্রিনিং শুরু করেছে পুর কর্তৃপক্ষ। এদিকে শহরজুড়ে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।