বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর নদো

বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম উত্তর দিনাজপুর জেলায় এলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন তৃণমূল নেতার জেলায় আগমণের সাথেসাথেই দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জ পুরসভার এক কাউন্সিলর।

Bengal Live রায়গঞ্জঃ বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী। রবিবার রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্ম পতাকা গ্রহণ করেন অসীম অধিকারী। অসীম অধিকারীর দাবি, প্রায় দেড় হাজার কর্মী সমর্থককে সাথে নিয়ে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

রায়গঞ্জে পঞ্চায়েত ও পুরভোটের অশান্তি নিয়ে মুখ খুললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর থেকেই বেসুরো ছিলেন অসীম অধিকারী। দাদার অনুগামী বলে নিজেকে দাবি করছিলেন তিনি। এদিকে ক্রমেই তৃণমূল কংগ্রেস থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন অসীম অধিকারী। ফলে তাঁর দল বদল নিয়ে জল্পনা চলছিলই। তাই আগে থাকতেই জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অসীম অধিকারীকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন। এরপর এদিন গোয়ালপাড়ার সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন অসীম অধিকারী।

Exit mobile version