রায়গঞ্জ

রায়গঞ্জ পুরসভায় বড়দিন উদযাপন

যীশুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কাটছাট। সাধারণের জন্য প্রবেশ নিষেধ চার্চে। অনাড়ম্বর ভাবেই রায়গঞ্জ পুরসভায় পালিত হল যীশুর জন্মদিন।

 

Bengal Live রায়গঞ্জঃ কোভিড-১৯ আবহে অনাড়ম্বরভাবে হলেও যথাযথ শ্রদ্ধার সাথে যীশু খ্রীষ্টের জন্মদিন ” বড়দিন ” উৎসব পালন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরসভার অফিস চত্বরে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ক্যারিটাসের ফাদার, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল সহ রায়গঞ্জ পুরসভার কর্মচারীবৃন্দ।

ক্রিসমাস কেকের কেমিস্ট্রিঃ বিবর্তনের পথ ধরে বড়দিনের কেক, কীভাবে এল ?

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, প্রতিবছর রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ক্যারিটাসের সামনের রাজপথ আলোকমালায় সাজানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা আবহের কারনে এসব অনুষ্ঠান বাদ রেখে রায়গঞ্জ পুরসভা চত্বরে প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন করা হল। বড়দিনের কেক কেটে প্রভু যীশুর জন্মদিন পালন করে পুরসভার কর্মচারীদের মধ্যে কেক বিতরণ করা হয়েছে।

Related News

Back to top button