রায়গঞ্জ

রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস চালানোর জন্য রেলমন্ত্রীকে চিঠি দেবশ্রীর

কোভিড ১৯ এর প্রকোপ বাড়ার পর থেকেই বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। ইতিমধ্যে বন্ধ ট্রেন পরিষেবা চালুর দাবিতে আন্দোলনে নেমেছে ডান, বাম সব রাজনৈতিক দলগুলি।

 

Bengal Live রায়গঞ্জঃ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস পুনরায় চালু করার দাবি জানিয়ে এবার রেল মন্ত্রীকে চিঠি দিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ মঙ্গলবার জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মোট ছয়টি দাবি জানিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছেন দেবশ্রী চৌধুরী।

পুনরায় রেল পরিষেবা শুরুর দাবিতে রায়গঞ্জে ডেপুটেশন দিল এবিটিএ

মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনে Capital express, NJP-MAS express ও Garib RTh express ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও বাঙালবাড়িতে রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, ডালখোলাতে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ও কলকাতাগামী দিনের ট্রেন বন্ধ, আন্দোলনে রায়গঞ্জের ব্যবসায়ীরা

কেন্দ্রীয় রেল মন্ত্রীকে পাঠানো চিঠিতে দেবশ্রী চৌধুরী রাধিকাপুর-হাওড়া দিনের ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। কমপক্ষে একজোড়া রাধিকাপুর-বারসই লোকাল ট্রেন পরিষেবা যেন চালু করা হয় সেই বিষয়টিও চিঠি মারফত রেল মন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Related News

Back to top button