কৃষকদের কৃষি বিলের সুফল বোঝাতে আচমকা ধানের জমিতে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী
কেন্দ্রের আনা নতুন কৃষক বিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে দেশজুড়ে। কৃষক বিলের বিরোধীতায় নেমেছেন সব কটি বিরোধী দল।
Bengal Live রায়গঞ্জঃ কৃষক বিল সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে এবার মাঠে নামলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ সোমবার কৃষক বিল সম্পর্কে বোঝাতে করণদিঘি ব্লকের সালামপুরে সরাসরি চাষের জমিতে নেমে কৃষকদের সাথে কথা বলেন তিনি। নয়া কৃষক বিল আইন হয়ে যাওয়ার পর কৃষকরা কীভাবে সুবিধা লাভ করবে সেই সব দিক তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন মন্ত্রীর ঝটিতি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জমায়েত দেখা যায়। মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের নানান সুবিধা অসুবিধার কথাও জানান এলাকার বাসিন্দারা।
কেন্দ্রের আনা নয়া কৃষক বিল নিয়ে সরগরম রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুকে নিয়ে মাঠে নেমে পড়েছেন। জেলায় জেলায় চলছে কৃষক বিলের বিরুদ্ধে মিছিল। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকেই মূলত হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। রাজনৈতিক দলের পাশাপাশি কৃষক আন্দোলনের ছবিও দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ এমন পরিস্থিতিতে নিজেদের পালে হাওয়া টানতে বিলের সমর্থনে পাল্টা পথে নেমেছে বিজেপি। রাজ্য জুড়ে কৃষক বিলের সমর্থনে মিছিল করছে বিজেপি। এবার এই ইস্যুকে সামনে রেখে প্রচারে নামলেন খোদ রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী।
করণদিঘির সালামপুর এলাকায় মন্ত্রীর কর্মসূচিতে ব্যাপক মানুষের জমায়েত লক্ষ্য করা গিয়েছে এদিন৷ তবে বেশিরভাগ মানুষের মুখেই এদিন ছিল না মাস্ক। মাস্ক পড়তে দেখা যায়নি খোদ মন্ত্রীকেও।