রায়গঞ্জে আত্মঘাতী ব্যবসায়ী
লকডাউনের কারণে ব্যবসায় চরম ক্ষতি। মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যবসায়ী। শোকের ছায়া সুভাষগঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের জেরে ব্যাপক ক্ষতি ব্যবসায়৷ মানসিক অবসাদে আত্মঘাতী গাছ ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়ায়৷ মৃত ব্যক্তির নাম ভজন পাল। নিজের বাড়িতেই বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃতের আত্মীয় সন্দীপ পাল বলেন, মজারাষ্ট্রের নাগপুরে নার্সারি ছিল ভজনের। রায়গঞ্জ থেকে প্রায় দশজন লেবারও নিয়ে গিয়েছিল কাজের জন্য। এরপর আচমকা লকডাউন হয়ে যাওয়ার কারণে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়৷ সকলকে নিয়ে নাগপুর থেকে বাড়ি ফিরে আসে ভজন। কাজের জন্য যাঁদের নিয়ে গিয়েছিল তাঁদের সকল পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার পর প্রায় তিনমাস থেকে বেকার হয়ে ছিল সে। সেই থেকেই মানসিক অবসাদ। এদিন সকালে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।