বিধায়কের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি,রায়গঞ্জে পথে নামলেন মোহিত

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পথে রায়গঞ্জের বিধায়ক।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে নামলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস এই দাবিতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এদিনের মিছিলে পা মেলান জেলা কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ হেমতাবাদের প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা বিজেপির, শবদেহ নিয়ে মিছিল রায়গঞ্জে

বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বালিয়া এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। কেউ বলছে তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলছেন হত্যা করা হয়েছে বিধায়ককে। আমরা জানতে চাই, আত্মহত্যা করে থাকলে কেন এই পথ বেছে নিলেন তিনি? আর যদি তাঁকে খুন করা হয়, তাহলে কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত?৷ আমরা প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ বনধ সমর্থককে মারধরের অভিযোগ সিভিকের বিরুদ্ধে, প্রতিবাদে অবরোধ রায়গঞ্জে, আটক একাধিক

Exit mobile version