রাজ্যরায়গঞ্জ

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক

বিজেপি ছাড়ার পর থেকেই কৃষ্ণ কল্যানী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জল্পনা চলছিল।

 

Bengal Live ডেস্কঃ অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। বুধবার কলকাতায় তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কৃষ্ণ কল্যানী। এদিকে বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই জেলার রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হলো বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

 

বিধানসভা নির্বাচনে জয় লাভের পর থেকেই ক্রমশ বিজেপি থেকে দূরত্ব তৈরি হচ্ছিল কৃষ্ণ কল্যানীর৷ এরপর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর দিনই রায়গঞ্জের বিজেপি সাংসদ ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপি থেকে তাঁর দূরত্ব তৈরি হওয়ার ঘটনাও একাধিক বার সামনে এসেছে। তাঁর নিজস্ব কার্যালয় থেকে একে একে বিজেপির সকল নেতৃত্বের ছবি খুলে ফেলা হয়৷ এরপর দুর্গা পূজার দিনকয়েক আগে বিজেপি ছাড়ার ঘোষণা করেন কৃষ্ণ কল্যানী।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।

 

Related News

Back to top button