ওয়ার্ডের মানুষের জন্য হোম ডেলিভারি পরিষেবা চালু কাউন্সিলরের
রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য হোম ডেলিভারি পরিষেবা চালু করলেন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে কাউন্সিলরের তৈরি বিশেষ দল।
Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের মধ্যে সাধারণ মানুষের যেন দোকান বাজারঘাট করতে কোনও সমস্যা না হয় এবং জমায়েত এড়াতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলাজুড়ে হোম ডেলিভারি পরিষেবা চালু করেছে। সেই রাস্তায় হেঁটেই এবার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য হোম ডেলিভারি পরিষেবা চালু করলেন রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা।
কাউন্সিলর অনিরুদ্ধ সাহা জানান, আমার ওয়ার্ডে অনেক প্রবীণ নাগরিকরা বসবাস করেন। নোভেল করোনা আবহে যেন ওয়ার্ডের কোনও বাসিন্দাকে নিজেদের জীবন বিপন্ন করে দোকান বাজার ঘাট করতে না হয়৷ সকলে যেন বাড়িতে বসে থেকেই প্রয়োজনীয় সামগ্রী পেতে পারেন সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ একটি দল গঠন করা হয়েছে। ওয়ার্ডের বাসিন্দারা ফোন করলেই সেই দলের যুবকেরা বাড়িতে পৌঁছবে। এরপর চাহিদা মতন সামগ্রী ফের বাসিন্দার বাড়িতে পৌঁছে দেবে দলের সদস্যরা। এই পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত কোনও মূল্য নেওয়া হবেনা৷
এদিকে ওয়ার্ডের সকল বাসিন্দাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করছেন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা। বিগত তিন দিনে প্রায় ৯৫০ পরিবারের হাতে স্যানিটাইজার ও সাবান পৌঁছে দিয়েছেন তিনি।