বদলে গেল রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেসের নাম, ঘোষণা পূর্ব রেলের

বদলে গেল রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের নাম। রায়গঞ্জের কুলিক নদী ও এশিয়ার বৃহত্তম পরিযায়ী পক্ষীনিবাস কুলিক ফরেস্টের নামে দিনের এই ট্রেনটির নাম রাখা হল “কুলিক এক্সপ্রেস”।
Bengal Live রায়গঞ্জঃ রাধিকাপুর-হাওড়া দিনের ট্রেনের নাম বদল করল পূর্ব রেল। শনিবার এই ট্রেনের নাম বদল করে “কুলিক এক্সপ্রেস” ঘোষণা করা হয়েছে৷ কুলিককে ঘিরে রায়গঞ্জের মানুষের আবেগ ও নস্টালজিয়া দীর্ঘদিনের। তাই ট্রেনের নাম “কুলিক এক্সপ্রেস” করায় খুশির হাওয়া রায়গঞ্জবাসীর মধ্যে।
রায়গঞ্জ মহকুমা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গত ২৯ ফেব্রুয়ারি এই ট্রেন আনুষ্ঠানিক ভাবে চালু করে রেল। তবে সময়সূচি নিয়ে অসন্তোষ রয়েই গিয়েছে বাসিন্দাদের মধ্যে। তবে ট্রেন চালু হওয়ার পরেই রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সময়সূচি বদলের আশ্বাস দিয়েছিলেন।
নাম বদল তো হল। এবার কতদিনে সময়সূচি বদল করে আক্ষরিক অর্থেই কলকাতাগামী দিনের ট্রেন হয়ে ওঠে কুলিক এক্সপ্রেস, এখন সেইদিকেই তাকিয়ে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার সহ রায়গঞ্জ মহকুমা এলাকার বাসিন্দারা।