রায়গঞ্জ
চালু হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস
অবশেষে চালু হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। ঘোষণা রেলের।
Bengal Live রায়গঞ্জঃ লকডাউন শুরুর পর থেকেই বন্ধ হয়ে যায় রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ধীরেধীরে লকডাউন উঠলেও বন্ধই ছিল রাধিকাপুর এক্সপ্রেস। লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা চালু হলেও মানুষের প্রশ্ন ছিল কবে থেকে চালু হবে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা৷
সোমবার সেই বার্তাই দিল পূর্ব রেল। জানা গেছে, আগামী ১৭ ডিসেম্বর কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ছাড়বে। ১৮ ডিসেম্বর থেকে ট্রেন ছাড়বে রাধিকাপুর থেকে৷ আপাতত স্পেশাল ট্রেন হিসেবেই চালু হচ্ছে এই পরিষেবা। সমস্ত রকম কোভিড সতর্কতা বিধি মেনেই চালু হবে এই পরিষেবা বলে রেল সূত্রে খবর।