রায়গঞ্জ

অবশেষে উত্তর দিনাজপুরে চালু হচ্ছে বেসরকারি বাস পরিষেবা

সরকারি বাস পরিষেবা চালুর পর এবার বেসরকারি বাসও নামতে চলেছে জেলার রাস্তায়। লাগু করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। ভাড়ায় ছাড় নয় নিত্যযাত্রী ও পড়ুয়াদের।

Bengal Live রায়গঞ্জঃ জটিলতা কাটিয়ে শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলায় চালু হচ্ছে বেসরকারি বাস পরিষেবা। শুক্রবার সকাল থেকে শহরে মাইকিং করে বিষয়টি নিয়ে প্রচার শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা মোটর ওনার্স অ্যাসোসিয়েশন। বাসে চাপতে গেলে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে বা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়েও প্রচার চালাচ্ছেন বেসরকারি বাস মালিকদের সংগঠন। প্রায় তিনমাস বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকার পর শনিবার থেকে পরিষেবা ফের চালু হওয়ায় খুশী পরিবহন কর্মীরা।

জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর অন্যান্য দাবিগুলো বজায় রেখে ভাড়া বৃদ্ধির দাবিকে আপাতত স্থগিত রেখে জেলার মানুষের পরিষেবা দিতে আগামী শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলায় বেসরকারি বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, সাধারণ মানুষকে বেসরকারি বাস পরিষেবা দিতে সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা আগামী ৬ জুন শনিবার থেকে রাস্তায় বাস নামাচ্ছি। তবে এই বাস চলার ক্ষেত্রে যাত্রী সাধারণের জন্য বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যার মধ্যে থাকছে আসন অনুযায়ী বাসের যাত্রী সংখ্যা। প্রত্যেক যাত্রীর মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া নিত্যযাত্রী অথবা ছাত্রছাত্রীদের ভাড়ায় কোনও রকম ছাড় দেওয়া হবে না। তবে প্রশাসনের নির্দেশ মেনে পুরোনো ভাড়াতেই বাস চালাবেন বাস মালিকেরা।

Related News

Back to top button