মোদীর কুশপুতুল পুড়ল রায়গঞ্জে
রাজ্য জুড়ে সকাল থেকে শুরু হয়েছে মোদী বিরোধী স্লোগান। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। সেই আঁচই এবার রায়গঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ দুই দিনের রাজ্য সফরে কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন বেলা সাড়ে তিনটা নাগাদ দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান অবতরণ করে। সেখান থেকে চপারে রেসকোর্স ময়দানে গিয়ে সড়ক পথে রাজভবন যাবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপরেই বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়ে রাতেই বেলুড় মঠে পৌঁছবেন তিনি। সেখানেই রাত্রীবাস করার কথা তাঁর।
এদিকে এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। কলকাতার একাধিক জায়গায় গো ব্যাক মোদীর প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়া ও নাগরিক সমাজ। পথে নেমেছে রাজনৈতিক দলগুলিও। সেই প্রতিবাদের আঁচ এবার আছড়ে পড়ল রায়গঞ্জেও।
শনিবার বিকেলে মোদী কলকাতা পৌঁছানোর সময়ই প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো এসইউসিআই। এসইউসিআই উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মাধবিলতা পালের নেতৃত্বে রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ ও পথসভার পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এসইউসিআই নেত্রী মাধবীলতা পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে বলেন, দেশের মানুষের মধ্যে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়ন করে মানুষের মধ্যে বিভেদ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন।