রায়গঞ্জ

এখনও শান্তিপূর্ণ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন

রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শুরু হল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন। সকাল থেকে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

Bengal Live কালিয়াগঞ্জঃ শান্তিপূর্ণ ভাবেই শুরু হলো কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া। ভোটগ্রহন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন। কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথে ভোটদান করবেন ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭০ টি বুথের জন্য ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি প্রতিটি বুথের বাইরে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। বিধানসভার ৮০ শতাংশ বুথেই নজরদারি করার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা।

রয়েছে ওয়েব কাস্টিং ক্যামেরাও। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনও পর্যন্ত গোটা বিধানসভা এলাকাতেই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহন।

Related News

Back to top button