রায়গঞ্জে দুর্ঘটনায় মৃত ভোট কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ নির্বাচন কমিশনের
লোকসভা নির্বাচনের প্রশিক্ষণ সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভোট কর্মীর৷ ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করল কমিশন।
Bengal Live রায়গঞ্জঃ প্রশিক্ষণ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ভোটকর্মীর পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার উত্তর দিনাজপুর জেলাশাসকের কক্ষে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা করণদিঘি ব্লকের মৃত ভোটকর্মী আকালু রায়ের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে ১৫ লক্ষ টাকার চেক তুলে দেন। আর্থিক সহায়তা পেয়ে খুশী মৃত ভোটকর্মী আকালু রায়ের পরিবার।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রশিক্ষণ নিতে করণদিঘি ব্লকে এসেছিলেন গোয়ালপোখর ব্লকের বাসিন্দা সরকারি কর্মচারী আকালু রায়। করণদিঘি ব্লক অফিসে ভোট প্রশিক্ষণ শেষ করে ছেলের মোটরবাইকে করে গোয়ালপোখরে নিজের বাড়ি ফিরছিলেন আকালু রায়। পথে রসাখোয়ার শিলিগুড়ি মোড় এলাকায় রাজ্য সড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ছেলে সহ ভোটকর্মী আকালু রায়। ভোটের কাজে নিযুক্ত থাকা সরকারি কর্মচারীর মৃত্যুতে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা হিসেবে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন।