বিজেপির প্রতীকে ভোটদানের পরামর্শ দিয়ে কালিয়াগঞ্জে আটক পোলিং অফিসার
১ নম্বর বোতাম টিপে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলে বিপাকে পোলিং পার্সোনেল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কালিয়াগঞ্জের উত্তর চিড়াইলপাড়ায়।
Bengal Live কালিয়াগঞ্জঃ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক পোলিং পার্সোনেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জের উত্তর চিড়াইলপাড়ার ৪৭ নম্বর বুথে। অভিযুক্ত পোলিং পার্সোনেলকে পুলিশ আটক করেছে।
অভিযোগ, কল্লোল সিনহা নামে ওই পোলিং অফিসার বেশ কয়েকজন ভোটারকে ১ নং বোতাম টিপে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন। ঘটনাটি জানতে পেরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কল্লোল সিনহা নামে ওই পোলিং পার্সোনেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ভোটার শিপ্রা সাহা বলেন, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ১ নম্বর বোতাম টিপে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন ওই পোলিং অফিসার। আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। পরে পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই অফিসারকে।
অভিযুক্ত পোলিং পার্সোনেল কল্লোল সিনহা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনও পক্ষপাতিত্ব করিনি।