সাফাই কর্মীদের রাস্তায় দেখেই দাঁড়িয়ে পড়লেন রায়গঞ্জের পুলিশ সুপার
রায়গঞ্জে রাস্তার ধারে সাফসুতরোর কাজ করছিলেন সাফাই কর্মীরা। তাঁদের দেখেই বিশাল বাহিনী দাঁড়িয়ে পড়লেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীদের সম্মান জানালেন পুলিশ সুপার সুমিত কুমার। প্রণাম করে সাফাই কর্মীদের প্রতি সম্মান জ্ঞাপন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমারের। করোনা আতঙ্কের মাঝে সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যেইভাবে কাজ করছেন সম্মান জানাতেই হয় বলে মন্তব্য পুলিশ সুপারের। অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও।
করোনা সংক্রমণ যেই ভাবে ছড়িয়ে পড়ছে আতঙ্কিত সাধারণ মানুষ। সেই আতঙ্কের মধ্যেই রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা দিনরাত পরিশ্রম করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন।শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও তার অন্যথা হয়নি৷ শহরের বিভিন্ন এলাকায় আর্বজনা পরিষ্কার করার কাজ চালু রেখেছেন তাঁরা।
এদিন সকালে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় সাফাই এর কাজ করছিলেন বিশু বর্মন,বিশ্বজিৎ দাস সহ বেশ কয়েকজন সাফাই কর্মী। ঠিক সেই সময় লকডাউন সফল করতে শহরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।
নজরে আসতেই সেখানে দাঁড়িয়ে পড়েন পুলিশ সুপার। দুই হাত জড়ো করে সাফাই কর্মীদের প্রণাম জানান তিনি।পুলিশ সুপার আচমকা সেখানে দাঁড়িয়ে যাওয়াতে সাময়িক ভাবে কিছুটা ভয় পেলেও পরবর্তীতে স্বাভাবিক হন সাফাই কর্মীরা।
পুরসভার সাফাই কর্মী বিশু বর্মন বলেন, আমরা নোংরা কাজ করি। নোংরা কাজের কেউ প্রশংসা করেন না।পুলিশ সুপার দাঁড়িয়ে তাঁদের সম্মান জ্ঞাপন করায় তাঁরা খুশী। পুলিশ সুপার সুমিত কুমার জানান,করোনা আবহে সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেই কাজকে সম্মান জানাতেই হয়।