রায়গঞ্জ

মাস্ক না পড়া নিয়ে ধরপাকড় শুরু রায়গঞ্জে, পুলিশি অভিযানে খুশি নাগরিকরা

রায়গঞ্জ শহরে ক্রমশ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। করোনা মোকাবিলায় শহরজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। মাস্ক না পড়লেই চলছে ধরপাকড়। বাধ্য করা হচ্ছে মাস্ক পড়তে।

Bengal Live রায়গঞ্জঃ কখনও অনুরোধ, কখনও আবার ধমক। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে শহরজুড়ে অভিযানে নামল রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ছাড়া কাউকে দেখলেই কড়া ভাবে বুঝিয়ে দেন রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা৷ টোটো, অটো থামিয়েও মানুষকে মাস্ক পড়তে বাধ্য করেন পুলিশ কর্মীরা। করোনা সংক্রমণ থেকে বাসিন্দাদের রক্ষা করতে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী৷

গত কয়েকদিন থেকেই করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে রায়গঞ্জ পুর এলাকায়। রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপ-পুরপতি সহ প্রায় ২০ জন বাসিন্দা এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। আতঙ্কের পাশাপাশি স্বস্তির খবর, আক্রান্তদের মধ্যে ১১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমতাবস্থায় গত শনিবার করোনা মোকাবিলা নিয়ে রায়গঞ্জ পুরসভায় এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পুরপতি সন্দীপ বিশ্বাস, উপ পুরপতি অরিন্দম সরকার সহ রায়গঞ্জ থানার আইসি, মহকুমা শাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সোমবার সকাল থেকে এই নিয়ে বিশেষ নজরদারি ও প্রচারে নামতে চলেছে প্রশাসন। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমারও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন।

রবিবার সকাল থেকেই মাস্ক পড়া নিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। ঘড়িমোড়, রেলগেট সংলগ্ন এলাকায় মাস্কহীন পথচারীদের দেখলেই পুলিশ কড়া বার্তা দেয়। পাশাপাশি সচেতনতামূলক বার্তাও দেন পুলিশ আধিকারিকরা।

Related News

Back to top button