কালোবাজারিতে মূল্যবৃদ্ধি আলু-পেঁয়াজের ? রায়গঞ্জে অভিযান বিডিও,পুলিশ, ডিইবির
বৃহস্পতিবার দিনই নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে আলু পিঁয়াজের দামবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্যজুড়ে অভিযান শুরু করল সাধারণ প্রশাসন, পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ আতসবাজি, রায়গঞ্জে গ্রেপ্তার তিন
Bengal Live রায়গঞ্জঃ অগ্নিমূল্য আলু পিঁয়াজ। কালোবাজারি রুখতে রায়গঞ্জে অভিযান পুলিশ ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের। শুক্রবার সকালে প্রশাসনিক কর্তাদের এক অভিযানকারী দল হানা দেয় রায়গঞ্জ বাজারগুলিতে। আলু পিঁয়াজের আড়তদারের গুদামে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ চালান তাঁরা।
বাজারে আলু প্রতি কেজি ৪৫ টাকা এবং পিঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হওয়ায় নাভিঃশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অভিযোগ উঠছে, কৃত্রিম অভাব তৈরি করে বাজারে আলু পিঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এই অভিযোগ পেয়েই শুক্রবার মোহনবাটি বাজারে অভিযান চালান জেলা প্রশাসনিক কর্তারা। অভিযানে শামিল হন জেলা এনফোর্সমেন্টের আধিকারিক, রায়গঞ্জের বিডিও রাজু লামা, ডিএসপিডিইবি পি.কে সিনহা এবং রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উত্তরের পাঁচ উপাচার্যকে তলব করলেন রাজ্যপাল
আলু, পিঁয়াজের আড়তদাড়দের গুদামে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান তাঁরা। রায়গঞ্জ মোহনবাটি বাজারের পাইকারি আলু,পিঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন চাহিদার তুলনায় আলু ও পিঁয়াজের জোগান কম থাকায় দাম বেড়েছে। তাঁরা যে দামে আলু কিনে আনছেন মাত্র ১০-২০ টাকা প্রতি বস্তায় লাভ রেখে বিক্রি করছেন। ব্যবসায়ীদের দাবি তারা অতিরিক্ত দাম নিচ্ছেন না। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত এমন দামই থাকবে বাজারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ডিএসপিডিইবি পি.কে সিনহা জানিয়েছেন, বেশি দাম নেওয়া বা কালোবাজারি যাতে না হয় সেজন্য আজকে বাজারে অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীদের বেশি দাম না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ বেশি দাম নেন বা কালোবাজারি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।