আচমকা পুলিশি তল্লাশি রায়গঞ্জে

সোমবার সন্ধ্যায় আচমকাই বিশাল পুলিশ বাহিনী নিয়ে পথে নামেন রায়গঞ্জ থানার আইসি।

 

Bengal Live রায়গঞ্জঃ আচমকা পুলিশি তল্লাশি রায়গঞ্জে। মোটর বাইক থেকে ছোট চার চাকা গাড়িতে জোড় তল্লাশি রায়গঞ্জ থানার পুলিশের। সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু করে। তবে হঠাৎ কেন এই তল্লাশি অভিযান সেই বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

জানা গেছে, এদিন সন্ধ্যা নাগাদ রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আচমকা তল্লাশি শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। ছোট চারচাক গাড়ি থেকে শুরু করে তল্লাশি চালানো হয় মোটর বাইক চালকদের। রথযাত্রা উপলক্ষে রুটিন চেকিং করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও এই নাকা চেকিং-এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা পরিষ্কার করে জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

Exit mobile version