কালিয়াগঞ্জে ভেজাল সরষের তেলের কারখানায় হানা পুলিশের
Bengal Live রায়গঞ্জঃ ভেজাল সরষের তেলের রমরমা কারবার চলার অভিযোগ বহু দিন থেকেই উঠছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার নড়েচড়ে বসল উত্তর দিনাজপুর জেলা পুলিশ।
কালিয়াগঞ্জের একটি সরষের তেলের কারখানায় হানা দিল পুলিশ। তেল কারখানার মালিক ও কর্মচারী কাউকে সেই সময় না পাওয়া গেলেও কয়েকশ লিটার ভেজাল সরষের তেল ও রাসায়নিক উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া তেলের নমুনা পাঠানো হচ্ছে পরীক্ষাগারে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার রায়গঞ্জে
জানা গেছে, এক প্রকার কেমিক্যাল ব্যবহার করে ভেজাল সরষের তেলে ঝাঁঝালো গন্ধ তৈরি করে তা বাজারে বিক্রি করা হয়। সেই তেলই যাচ্ছে সাধারণের ঘরে। ফলে ওই ভেজাল সরষের তেল খাওয়ার পর পেটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকছে। পরীক্ষাগার থেকে রিপোর্ট আসার পরেই পুরো সত্য উৎঘাটন হবে বলে মনে করছে পুলিশ।
এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও বক্তব্য এখনও মেলেনি।