রায়গঞ্জ

রায়গঞ্জে রাস্তার গাড়ি থেকে হোটেলে ঢুকে ব্যাপক খানা তল্লাশি অভিযান পুলিশের

রায়গঞ্জে ব্যাপক পুলিশি তল্লাশি। যানবাহন থেকে হোটেল বাদ পড়ছে না কিছুই।

 

Bengal Live রায়গঞ্জঃ দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক পুলিশি তল্লাশি অভিযান শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী রায়গঞ্জ শহরের ঘড়িমোড়, দেহশ্রী মোড় এবং শিলিগুড়ি মোড়ে তল্লাশি অভিযান চালায়।

মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান পালন করা হবে। তার আগে যাতে কোনও নাশকতামূলক বা অপরাধমূলক কাজ দুষ্কৃতীরা সংগঠিত করতে না পারে সেজন্য রায়গঞ্জ শহরের রাস্তার উপর দিয়ে চলাচলকারী সমস্ত যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি হোটেলগুলিতেও তল্লাশি অভিযান চালায় পুলিশ।

Related News

Back to top button