রায়গঞ্জে প্রতিবন্ধী নাগরিকদের জাতীয় সড়ক অবরোধ
সরকার প্রদেয় জমি দখলমুক্ত করতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুরের প্রতিবন্ধী নাগরিকরা। রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ।
Bengal Live রায়গঞ্জঃ রাজ্য সরকারের প্রদান করা জমি দুষ্কৃতীদের থেকে দখলমুক্ত করার দাবিতে রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলার শতাধিক প্রতিবন্ধী মানুষেরা। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। অভিযোগ, কালিয়াগঞ্জ ব্লকের চান্দোর এলাকায় প্রতিবন্ধীদের বসবাসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জমি প্রদান করেছিলেন। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতী সেই জমি দখল করে রয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানিয়েও কোন লাভ না হওয়ায় এদিন পথ অবরোধে সামিল হয়েছেন আন্দোলনকারীরা।
শুধু একটা সেতু চায়, পঞ্চায়েতে তালা মেরে বলল রায়গঞ্জের ৪০ গ্রামের মানুষ
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম তথা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের উত্তরবঙ্গ কোর কমিটির সদস্য উত্তম গুহের অভিযোগ, কালিয়াগঞ্জ ব্লকের চান্দোরে ২ একর ৩ শতক জমি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবন্ধীদের বসবাস করার জন্য প্রদান করেছিলেন। কিন্তু বিগত দুই বছর থেকে এলাকার কিছু দুষ্কৃতী সেই জমি দখল করে রয়েছে। ঘর-বাড়ি বানাতে বাধা দিচ্ছে দুষ্কৃতীরা। জেলা পুলিশ ও প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ভাবে বিষয়টি জানানোর পরেও কোনও সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই এদিন পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।