মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা রোগীর, চাঞ্চল্য রায়গঞ্জে
আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর পালিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷
Bengal Live রায়গঞ্জঃ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর পালিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷ পুনরায় ওয়ার্ডে ফেরানো হয় ওই রোগীকে।
জানা গেছে, প্রায় ১২দিন থেকে কিছু উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। শুক্রবার রাত ১১টার পর হঠাৎ জানালার কার্নিশ বেয়ে পালানোর চেষ্টা করেন ওই রোগী। হাসপাতালের সুরক্ষা বাহিনীর নজরে বিষয়টি আসতেই ওই রোগীকে কার্নিশের মধ্যেই ঘিরে ফেলা হয়৷ খবর দেওয়া হয় দমকল ও রায়গঞ্জ থানায়। এরপর প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টার পর ওই রোগীকে উদ্ধার করে ফের ওয়ার্ডে পাঠানো হয়৷
যদিও পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন ওই রোগী৷ তিনি বলেন, রাস্তা বুঝতে ভুল হওয়ায় কার্নিশ দিয়ে নেমে পড়েছিলাম। এদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সুপারিন্টেন্ডেন্ট অভীক মাইতি জানান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই রোগী। তার পালানোর চেষ্টার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীকে ফোন করি। তাকে উদ্ধার করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অনেকটাই সুস্থ তিনি৷ তার মধ্যে করোনা পজিটিভ কোনও উপসর্গ নেই। দুইএকদিনের মধ্যেই ওই রোগীকে ছেড়ে দেওয়া হবে। মানসিক অবসাদ কাটাতে কাউন্সেলিং করা হবে৷