রূপাহারে নয়ানজুলিতে যাত্রী বোঝাই বাস, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি।

 

Bengal Live রায়গঞ্জঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জের রূপাহারে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল, রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছেছে। এদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গেছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ, ঝাড়খন্ড থেকে লক্ষ্ণৌগামী একটি যাত্রীবাহী বাস রূপাহারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছায় ঘটনাস্থলে। উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে বাসে কতজন যাত্রী ছিল সেই বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য মেলেনি। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি৷ তবে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির তলে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অন্ধকারের মধ্যেই চলছে উদ্ধার কাজ।

Exit mobile version