দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এছাড়াও এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত ক্রমশ বাড়তে থাকার কারণেই এই চুরির ঘটনাটি ঘটেছে।

 

 

 

Bengal Live রায়গঞ্জঃ কাস্টমার সার্ভিস পয়েন্ট সহ পর পর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। খবর পেয়েই রবিবার ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সি এস পি’র পাশাপাশি নাজিবুল হোসেন নামে এক ব্যক্তির মোবাইলের দোকানে এবং মহম্মদ হারুন অল রসিদের ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকান ও ব্যাঙ্কের সাটার ভেঙে চুরি করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যাঙ্কের সি এস পি থেকে কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এছাড়াও এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত ক্রমশ বাড়তে থাকার কারণেই এই চুরির ঘটনাটি ঘটেছে।

Exit mobile version