উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত আরও এক
জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪। রায়গঞ্জ ও হেমতাবাদের পর করোনা পজিটিভ রোগীর খোঁজ মিলল ইটাহারে।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪। রায়গঞ্জ ও হেমতাবাদের পর করোনা পজিটিভ রোগীর খোঁজ মিলল ইটাহারে। আক্রান্তকে স্বাস্থ্য দপ্তরের কর্মী ও পুলিশ উদ্ধার করে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করেছে৷
জানা গেছে, ইটাহারের নদনা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি গুজরাতের আহমেদাবাদে শ্রমিকের কাজ করতেন। লকডাউনের পর কর্মহীন হয়ে পড়েন তিনি। বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিষাণগঞ্জ পৌঁছলে বিহার পুলিশ অ্যাম্বুল্যান্সে করে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কোয়ারান্টাইন সেন্টারে পাঠায়। এদিকে সেদিন রাতেই রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ওই শ্রমিককে। এদিন ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ফলে জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪।