আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার রায়গঞ্জে

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় হানা দিয়ে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ

চোখের জটিল রোগে আক্রান্ত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল, সাহায্যের আর্তি

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুষ্কৃতীর নাম মহম্মদ সরিফুল। এক রাউন্ড কার্তুজ ও উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ওই দুষ্কৃতীর থেকে। দক্ষিণ গোয়ালপাড়া এলাকার একাধিক অপরাধ মূলক কাজের সাথে যুক্ত ছিল ওই দুষ্কৃতী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Exit mobile version