বেসরকারি বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত এক। বাস ভাঙচুর জনতার।
Bengal Live করণদিঘিঃ বাস মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হলো বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার নাকোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিহারের বলরামপুর থানার সোহার গ্রামের বাসিন্দা মোটর বাইকে করে বিলাসপুরে কাজ সেড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। করণদিঘি থানার নাকোল এলাকায় এসে পৌঁছলে উল্টো দিক থেকে আসা বালুরঘাট গামী বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সুবল রায়ের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা আসার আগেই বাসের চালক ও কন্ডাকটর বাস ফেলে পালিয়ে যায়। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙ্গচুর করে।
খবর পেয়ে দুর্ঘটনা স্থলে ছুটে আসে করণদিঘি থানার পুলিশ। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার খবর পেয়ে বিহারের সোহার গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।