বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে
এক বৃদ্ধার খুনের ঘটনায় রহস্য রায়গঞ্জের বিন্দোলে। গলাকাটা মৃতদেহ উদ্ধার বৃদ্ধার। কে কারা খুনের ঘটনার সাথে যুক্ত? তদন্ত শুরু করেছে পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আগাবহর গ্রামে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কে বা কারা ওই বৃদ্ধাকে খুন করল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,আগাবহর গ্রামের বাসিন্দা বৃদ্ধা মাজেদা খাতুন, স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। রবিবার রাতে এলাকার মানুষ মাজেদা খাতুনের বাড়ি থেকে পচা গন্ধ পান।প্রতিবেশীরা বাড়িতে ঢুকতেই ওই বৃদ্ধাকে গলা কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের অনুমান কয়েকদিন আগেই ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে।কী কারনে খুন? পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে।