নার্সরাই করবেন ডাক্তারের কাজ, নয়া উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।
Bengal Live রায়গঞ্জঃ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। অভিজ্ঞ নার্সদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। এই উদ্দেশ্যে মঙ্গলবার থেকে উত্তর দিনাজপুর জেলার ৬০ জন অভিজ্ঞ নার্সদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হলো রায়গঞ্জে।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে অভিজ্ঞ নার্সদের এদিন থেকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, এই প্রশিক্ষণ উত্তর দিনাজপুরে দ্বিতীয় বার হচ্ছে। বিগত বছরে এই প্রশিক্ষণ ১২জন নার্সকে দেওয়া হয়েছিল। এবছর মালদা ও মুর্শিদাবাদের একজন করে নার্স সহ জেলার ৬০ জন বাছাই করা অভিজ্ঞ নার্সকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রকাশ বাবু আরও বলেন, ছয় মাসের এই ব্রীজ কোর্সের শেষে এই প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের কমিউনিটি হেলথ অফিসার পরিচয় দেওয়া হবে। জেলার বিভিন্ন সাব সেন্টার গুলোতে এঁদের পাঠানো হবে। সেখানেই তাঁরা পরিষেবা দেবেন। সাব সেন্টার গুলোতে চিকিৎসক দেওয়া সম্ভব হতো না। কিন্তু এই কোর্সের পর এই সমস্যা মিটবে। প্রশিক্ষণ প্রাপ্ত এই নার্সেরা ওষুধও দিতে পারবেন রোগীদের। তাঁদের আয়ত্বের বাইরে গেলে তাঁরা রোগীদের অন্যত্র স্থানান্তরিত করবে।