বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়ে রায়গঞ্জে পথ অবরোধ বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ কোচবিহারের দিনহাটায় বিজেপির মন্ডল সভাপতি অমিত সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব।
নির্বাচনের আগে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি অভিজিৎ রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত শতাধিক বিজেপি কার্যকর্তা ও কর্মীদের খুন করেছে। দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ কর্মসূচি পালন করা হল।
বাংলা থেকে অনেক পেয়েছি, কিছুই দিতে পারিনি- বালুরঘাটে পৌঁছেই মন্তব্য অশোক লাহিড়ীর
এদিন একই দাবিতে শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভে সামিল হন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা মিত্রও। এদিকে এদিন মৃতের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র।