বিজেপির বনধকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রায়গঞ্জে, প্রচুর পুলিশি মোতায়েন

যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পুলিশি প্রহরা শুরু রায়গঞ্জে। বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে চাপা উত্তেজনা শহরে।
Bengal Live রায়গঞ্জঃ বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রায়গঞ্জে। ব্যাপক পুলিশি প্রহরার আয়োজন রায়গঞ্জ জেলা পুলিশের৷ শহর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন। রাস্তায় সরকারি বাস চলাচল করলেও দেখা নেই বেসরকারি বাসের।
এদিকে সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের রাস্তায় নেমে পিকেটিং করতে দেখা গিয়েছে রায়গঞ্জে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সরকারি বাস চলাচলে বাধা দিতে দেখা যায় বিজেপির কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় র্যাফ, কমব্যাট ফোর্স সহ ডিএসপি, রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
এদিকে বিধায়কের শেষকৃত্যে যোগ দিতে রায়গঞ্জে পৌঁছেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সকালেই রায়গঞ্জে পৌঁছান তিনি।