মুখে নেই মাস্ক, হেমতাবাদে আটক ১৫
একদিকে যেমন সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার করছে, তেমনই মাস্ক ছাড়া রাস্তায় কাউকে দেখলেই কড়া পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ৷
Bengal Live হেমতাবাদঃ মাস্ক না পরে রাস্তায় বেরোলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু করল হেমতাবাদ থানার পুলিশ। সোমবার অভিযানে নেমে ১৫ জনকে আটক করল পুলিশ৷ এদিকে মাস্ক ব্যবহারের জন্য মাইকিং-এর মাধ্যমে প্রচারও শুরু করল হেমতাবাদ থানার পুলিশ৷
অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০৩ জন। দ্রুত ছড়াচ্ছে এই মারন ভাইরাস। এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার।
তবে এখনও বহু মানুষই সতর্কতা অবলম্বন না করে মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন। ফলে সংক্রমণের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মূলত সাধারণ নাগরিকদের সচেতন করতেই এদিন পথে নামে পুলিশ। পাশাপাশি কড়া পদক্ষেপও গ্রহণ করতে দেখা যায় পুলিশকে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু থানা এলাকায় এই অভিযান শুরু হয়েছে। শিলিগুড়িতেও চলছে এই অভিযান।