‘মমতার ছবি দিয়ে ভোট হয় না’, দল ছেড়ে বিস্ফোরক বিপ্লব
Bengal Live ওয়েব ডেস্কঃ দলবদল করেই তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। বিপ্লব বাবু এদিন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দাঁড়িয়ে বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে ভোট হয় না। যদি ছবি দিয়েই ভোট হতো তবে স্থানীয় সংগঠনের কোনও প্রয়োজন হতো না। যাঁরা এমন কথা বলেন, তাঁরা কোনওদিন সংগঠন করেননি। তাঁদের কোনওরকম জনভিত্তি নেই, মানুষের সাথে মেশে না। তাঁরাই এইধরণের কথা বলে। আমাদের কাউকে কখনও শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট করতে হয়নি।”
সোমবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। বিপ্লব বাবুর সাথে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ ১৪ জন সদস্যও বিজেপিতে যোগ দেন বলে বিজেপির দাবি। মোট ১৮ আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৪জন সদস্য এদিন বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্যে এই প্রথম কোনও জেলা পরিষদের দখল নিল বিজেপি।
যোগদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বাবু বলেন, ” তৃণমূল কংগ্রেসে গণতান্ত্রিক পরিবেশ নেই। পরিবর্তন হলেও মাত্র আট বছরের মধ্যেই দলের সর্বোচ্চ নেত্রীর স্বেচ্ছাচারী সিদ্ধান্ত যে জায়গায় পৌঁছেছে তাতে
দলের কর্মী হিসেবে মানসম্মান বজায় রেখে কাজ করা আর সম্ভব নয়। আজ আমি বেরিয়ে এসেছি, আমার ধারণা, যাঁরা গণতান্ত্রিক ব্যবস্থাকে শ্রদ্ধা করে, তাঁরা কেউই এই দলে থাকতে পারবে না।”