রায়গঞ্জ

রায়গঞ্জ পুরসভার নতুন উদ্যোগ, “মমতার স্পর্শ”

করোনা আক্রান্তদের বাড়িতে তিন বেলা খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ পুরসভা।

 

Bengal Live রায়গঞ্জঃ এবার থেকে ফোন করে জানালেই করোনা আক্রান্তদের বাড়িতে তিন বেলা খাবার ও ওষুধ পৌঁছে দেবে রায়গঞ্জ পুরসভা। “মমতার স্পর্শ” নতুন কর্মসূচির সূচনা রায়গঞ্জে৷ পরিষেবা চালু রাখা ও যোগাযোগের জন্য বেশ কয়েকটি ফোন নম্বর চালু করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ” রায়গঞ্জ পুরসভার ২৭ টি ওয়ার্ডের মানুষ এই পরিষেবা পাবেন। সকাল, দুপুর ও রাতের খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হবে করোনা আক্রান্তদের বাড়িতে। ” অন্যদিকে উপ পুরপতি অরিন্দম সরকার বলেন,” কোভিডে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছেন। মৃত্যু হয়েছে পুরসভার কর্মীদেরও। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

পুরসভার সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি ল্যান্ড লাইন সহ পাঁচটি ফোন নম্বর চালু করা হয়েছে । 035523242563, 9474311757, 9851159433, 8436244616, 7432013912

Related News

Back to top button