রায়গঞ্জ

কালিয়াগঞ্জ পেল নতুন বাস পরিষেবা

কালিয়াগঞ্জ-রানাঘাট দিনের সরকারি বাস পরিষেবা চালু হলো শুক্রবার৷ তেভাগা এক্সপ্রেসের সময়সূচি মাথায় রেখেই চলবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) নয়া এই বাস।

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ-রানাঘাট দিনের বাস পরিষেবা চালু হল শুক্রবার। এদিন সকালে স্থানীয় বিধায়ক NBSTC-র এই বাস পরিষেবার উদ্বোধন করেন। কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া নাগরিকদের মধ্যে।

কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের প্রচারে এসে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন কলকাতার সাথে যোগাযোগ স্থাপনের জন্য সরকারি বাস পরিষেবা চালু করা হবে৷ শুক্রবার সকালে সেই প্রতিশ্রুতিই বাস্তব রূপ পেল কালিয়াগঞ্জবাসী। পাশাপাশি এই বাস তেভাগা লিঙ্ক এক্সপ্রেসের সময়ের সাথে মিলিয়ে চলবে বলে জানা গিয়েছে। ফলে তেভাগা লিঙ্ক এক্সপ্রেস ট্রেন ধরে যেসব যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরাও এই বাসের সাহায্যে বুনিয়াদপুর পৌছে ওই ট্রেন ধরার সুযোগ পেয়ে যাবেন।

কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক তপন দেব সিংহ বলেন, পরিবহন মন্ত্রী প্রস্তাব পাঠাতে বলেছিলেন। প্রস্তাব পাঠানোর পর এদিন বাস পরিষেবা চালু হলো। এই বাসের সময়সূচি বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সুপ্রেস ট্রেনের সময়সূচিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে৷ ফলে বুনিয়াদপুরে যাত্রীদের ট্রেনের সময়মতন পৌঁছনোর কাজও করবে এই বাস।

Related News

Back to top button