করোনা ভাইরাস রুখতে রায়গঞ্জে NBSTC-র বাসে ছড়ানো হচ্ছে জীবানুনাশক

করোনা সতর্কতায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে জীবানুনাশক স্প্রে রায়গঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ করোনা সতর্কতায় পদক্ষেপ গ্রহণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-র রায়গঞ্জ ডিপোতে। সোমবার সকাল থেকে ডিপোর প্রত্যেকটি বাসে জীবাণু ধ্বংস করতে স্প্রে করা হয় জীবানুনাশক৷ প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে৷ কোনও ভাবে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, মূলত সেই কারণেই যাত্রীবাহী বাস গুলিতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে বলে ডিপো সূত্রে জানা গেছে। যদিও স্রেফ জীবানুনাশক ছড়িয়ে ভাইরাস প্রতিহত করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের সহ-সম্পাদক কৌশিক দে বলেন, যাত্রী সুরক্ষা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-তে কর্মরত কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চালক ও কন্ডাক্টরদের জন্য মাস্ক চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে বলেও জানিয়েছেন কৌশিক বাবু৷

Exit mobile version