রায়গঞ্জ

ইটাহারের প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশু পড়ুয়াদের মন থেকে কুসংস্কার দূর করার উদ্যোগ। ইটাহারের খামরুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া হল বিজ্ঞানের পাঠ।

Bengal Live ইটাহারঃ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মন থেকে কুসংস্কারকে মুছে ফেলতে বিজ্ঞান দিবস পালন ইটাহারে। ইটাহারের খামরুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিজ্ঞানের নানান বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়৷ মজার ছলে পড়ুয়াদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা কপ্রেন স্থানীয় একটি ডিএলএড কলেজের শিক্ষার্থীরা৷

সভায় মূলত নানা রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণ নিয়ে আলোচনা করা হয় খুদে পড়ুয়াদের সাথে। প্রাথমিক স্কুলের শিক্ষক অজয় চক্রবর্তী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মন কুসংস্কার মুক্ত করতেই জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনকে ঘিরে এই সভার আয়োজন। পড়ুয়াদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য আজকের দিনটিকেই কেন বেছে নেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজ্ঞানী স্যার সি ভি রমনের “রমন এফেক্ট” স্মরণ করে আজকের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়৷ তাই বিশেষ এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে৷

Related News

Back to top button