ফ্রান্সে নবী হজরত মহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ধিক্কার সমাবেশ ইটাহারে
সম্প্রতি নবী হজরত মহাম্মদ (সাঃ)-কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ-বিদ্রুপ করার অভিযোগ ওঠে। সেই অভিযোগকে ঘিরে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদে সোচ্চার হন। ইটাহারেও জাতীয় সড়ক অবরোধ ও প্রতিবাদ সভার মাধ্যমে ধিক্কার জানানো হল।
বিপুল পরিমাণ সোনা সহ গ্রেপ্তার কেরালার দুই বাসিন্দা
Bengal Live ইটাহারঃ ফ্রান্সে নবী হজরত মহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বুধবার ইটাহারে ধিক্কার সভা অনুষ্ঠিত হল। উত্তর দিনাজপুর জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইটাহার শাখার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। সভার পাশাপাশি কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান প্রতিবাদী মুসলিমরা। ইটাহারের বিধিবাড়ি মাঠে অনুষ্ঠিত এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন মোঃ সারওয়ার্দি, সামসুল হক, জামসেদ আলি, শায়েস্তা আলম সহ প্রায় হাজারখানেক সাধারণ মানুষ।
নবী হজরত মহাম্মদ (সাঃ)-কে শ্রেষ্ঠ নবী হিসেবে মানেন যাঁরা, তাঁরাই এদিনের বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্তারা বক্তব্য রাখেন। প্রত্যেকের বক্তব্যেই নবীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের প্রতিবাদে ঝাঁঝালো ক্ষোভ ঝরে পড়ে। সভা শেষ হওয়ার পর এদিন বিধিবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মিনিট দশেক বিক্ষোভ দেখান মুসলিম সম্প্রদায়ের মানুষরা।